ISO 9001-2015 Certified
PENPRINTS PUBLICATION

Your Ultimate Reading Space

Call Us +91-8697875467

Your Ultimate Reading Space

Tag: Kripa

Kripa

  • Kripa by Samik Sen

    মুখবন্ধ

    পরশ ছোঁয়াইলে হয় সোনা…

    কিসের পরশ? কৃপার। গুরুকৃপা।
    কোথা থেকে আসে? বুঝ মন, যে জান সন্ধান।

    জগত এক জাদুকরী। আমরা তার লীলাচ্ছলে অংশগ্রহণকারী পুতুলের মতো জীবনভর অলীক সুতোর টানে নেচে যাই। দৈবাৎ ঝাঁকুনি লাগে, সে নাচের ছন্দ পালটে গেলে দেখি, কার এক লীলাকমলসম হাতে সুতো ধরা… সুতো না, তরঙ্গ… যেন আমারই বুকের থেকে সুঘ্রাণলহরী হয়ে সেই সূত্র ওই লীলাকমলটিকে ঘিরে ঘিরে আকুল বেদনায় অসহ পুলকে স্পন্দমান হয়ে বলছে, “তোমায় আমার সমস্ত কান্না দিয়ে ধরেছি, দেখি তুমি কেমন করে আমায় ত্যাগ করো ! ছাড়িব না… ছাড়িব না…ছাড়িব না…”

    এই গুপ্ত প্রেমবিদ্যাই গুরু-শিষ্য বন্ধন। তাঁদের জন্মজন্মের লীলাখেলা। এ খেলার ডাক সহসা এলে জাতি কুল মান পলকে ভাসিয়ে চেতনা চৈতন্যের ঘোরে মূর্ছিত হয়।

    “দেখিতে যে সুখ ওঠে, কী বলিব তা।
    দরশ পরশ লাগি আউলাইছে গা।।”

    হায় ক্ষুদ্রমতি নরনারী, দেহজ্ঞানরহিত না হয়ে কি প্রণয়বিদ্যা বোঝা সম্ভব হয় ? আজীবন মরুভূমিতে দাঁড়িয়ে মেঘের প্রতীক্ষাকে যারা প্রেম বলে জানে, তারা নদনদীর মোহনাসুখ জানে না, বারিধির অশ্রুপ্লাবিত বক্ষে ঝাঁপিয়ে পড়ে বলার সুখ জানে না – “শুধু তোমারই প্রতীক্ষা দিয়ে আমায় গড়েছিলে, শুধু তোমাকেই খুঁজতে আমি এসেছিলাম, আমার সকল ব্যথার সুরভি তুমি নাও… তোমার চৈতন্যে নাও আমার চেতনাকে…”

    শমীক সেন অধ্যাপক। শমীক সেন কবি। এই সমস্ত ক্ষণপরিচয়ের নির্মোক খসিয়ে শমীক সেন যেখানে কৃপাধন্য, প্রেমনীরে কমলকলির আর্তি নিয়ে শ্রীগুরুর চরণপদ্ম চুম্বনে সুরভিত হয়ে উঠতে চেয়েছেন… সেই নিঃস্ব, সুরভিসম্বল তাঁর মনটির প্রতি আমার বিমুগ্ধ শ্রদ্ধা নামিয়ে রাখলাম । তাঁর পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ডঃ বৃন্দাবন বিহারী দাস কাঠিয়াবাবার পবিত্র জন্মতিথিতে তাঁর যুগল পাদপদ্মে আমার আভূমিনত প্রণাম।

    – পূর্বা মুখোপাধ্যায়

    Add to cart