Prabalkumar Basu

জন্ম : ২১ সেপ্টেম্বর, ১৯৬০ কবিতার পাশাপাশি প্রবালের রয়েছে একাধিক গল্পগ্রন্থ ও প্রবন্ধগ্রন্থ। প্রকাশিত হয়েছে কাব্যনাট্য সংগ্রহও। সম্পাদনা করেছেন স্বাধীনতা পরবর্তী পঞ্চাশ বছরের বাংলা কবিতার ইংরেজি তর্জমা - সাইনপোস্ট। ভারতের বাইরে বহুবার আমন্ত্রিত হয়েছেন আন্তর্জাতিক কবি সম্মেলনে। 'রাইটার্স ইন রেসিডেন্সি' প্রোগ্রামে ভারতের রাষ্ট্রপতির আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে অতিথি হয়ে থেকেছেন দু-সপ্তাহ। প্রবালের কবিতা অনূদিত হয়েছে ভারতের বিভিন্ন ভাষাসহ বহু বিদেশী ভাষায়। প্রথম কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন গৌরী ভট্টাচার্য স্মৃতি পুরস্কার।'যেমন করে গাইছে আকাশ' কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন বাংলা আকাদেমি পুরস্কার।…

0 Comments