You are currently viewing Debasish Tewari

Debasish Tewari

  • Post category:Authors

জন্ম— ১৪ ই জানুয়ারি ১৯৮২

খুব অল্পবয়স থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় আত্মপ্রকাশ। ২০০২ সালে শারদ দেশ-এর মধ্য দিয়ে বৃহত্তর পাঠক সমাজে আত্মপ্রকাশ, তার পর-পরই আকাশবাণী কলকাতায় কবিতা পাঠের আমন্ত্রণ। পূর্বে শারদীয় আনন্দবাজার পত্রিকার আমন্ত্রিত কবি ছিলেন। এখন নিয়মিত শারদ দেশ-এর আমন্ত্রিত কবি। এ-যাবৎ লিখেছেন আনন্দবাজার পত্রিকা, দেশ, শিলাদিত্য, প্রসাদ, নন্দন, শুকতারা, নবকল্লোল, কবিসম্মেলন, কবিতা পাক্ষিক প্রভৃতি বহু বাণিজ্যিক কাগজে ও অজস্র লিটিল ম্যাগাজিনে। সাপ্তাহিক বর্তমান ম্যাগাজিনে প্রচুর প্রবন্ধ লিখেছেন।

 

প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘কাছের পাঁচিলগুলো’, ২০০৭ সালে প্রকাশিত হয়। তারপর প্রকাশিত হয় ‘চুকনগরের শীতবৃত্তান্ত’। আনন্দ পাবলিশার্স (সিগনেট প্রেস) থেকে কবির দু’টি কাব্যগ্রন্থ বেরিয়েছে । এ-যাবৎ কবির প্রকাশিত কাব্যগ্রন্থ পনেরোটি।

পেশাঃ সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গভাষা ও সাহিত্যের শিক্ষক।

নেশাঃ বই পড়া ও অনেকটা রাস্তা হাঁটা ।

আমি উচ্চারণ-ভূমি

দেবাশিস তেওয়ারী

INR 300 + 45 Shipping Charges